মার্কিন যুক্তরাষ্ট্রে ডাইভার্সিটি ভিসা (ডিভি) ২০২৪এর জন্য লটারিতে ৫৫ হাজার অভিবাসী নেওয়া প্রকৃয়া শুরু করেছে। গত ৫ অক্টোবর স্থানীয় সময় দুপুর থেকে আবেদন করা যাচ্ছে। আবেদনের সময় শেষ হবে ৮ নভেম্বর ২০২২।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছেন বিদেশি নাগরিকদের জন্য ২০২৪ অর্থ বছরের জন্য ৫৫ হাজার গ্রীনকার্ড দিতে যাচ্ছে।
কোন কোন দেশ আবেদন করতে পারবে না?
তবে এই ডিভি লটারিতে বেশ কয়েকটি দেশের নাগরিকরা অংশ গ্রহণ করতে পারবেন না। সেই দেশ গুলো হলো-ব্রাজিল,কানাডা,ইন্ডিয়া,চীন,কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, এল সালভাদর, জামাইকা,মেক্সিকো, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা,ভিয়েতনাম, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া) এবং বাংলাদেশ।
উল্লেখ্য যে বিগত ২০১৩ সাল থেকে বাংলাদেশীদের জন্য ডিভি লটারি বন্ধ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
কত প্রকার ভিসা চালু আছে যুক্তরাষ্ট্রে?
মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য মার্কিন সরকার ১৮৫ ধরনের ভিসা চালু রেখেছে এর মধ্যে ডিভি খুব জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবছর ডিভিবলটারির মাধ্যমে ৫০ হাজারের বেশি লোক নিয়ে থাকে।এবং এদের কে স্থায়ী নাগরিকত্ব দিয়ে থাকে মার্কিন প্রশাসন।
প্রতি বছর বিশ্বের অনেক দেশের নাগরিকরা এই ডিভি লটারি ছাড়ার অপেক্ষায় থাকে। বাংলাদেশের মানুষ ও তাই কিন্তু মার্কিন প্রশাসন বাংলাদেশের জন্য ডিভি লটারি বন্ধ রেখেছে অনেক বছর যাবৎ। তবে অন্যান্য ভিসা চালু রেখেছে।
বাংলাদেশের জন্য ডিভি লটারি বন্ধ কেন?
এপ্রসঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভাষ্য হল
"২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বলে বাংলাদেশ এই যোগ্যতা হারিয়েছে। কারণ ডিভি কর্মসূচি সেই দেশগুলোর জন্য যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলকভাবে কম।" সুতরাং ডিভি লটারির নামে আপনাকে কেউ যদি টাকা দিতে বলে তাহলে এই ফাঁদে পা দেবেন না।