আমরা যারা ব্লগার,ফ্রিল্যান্সার, কিংবা গ্রাফিক্স ডিজাইনার অথবা কন্টেন্ট ক্রিয়েটর আছি সকলেরই কপিরাইট ফ্রী ইমেজ, ভিডিও কিংবা বিভিন্ন এলিমিন্ট দরকার পরে।কারণ হলো অন্য কারো কপিরাইটকৃত রিসোর্স নিজের কোন প্লাটফর্মে ছাড়লে অথবা কোন কন্টেন্টে ব্যবহার করলে গুগল আমাদের কপিরাইট ক্লেইম দিয়ে দিবে।এতে করে আমাদের কন্টেন্ট গুগল নিষিদ্ধ করে মুছে দিতে পারে। যার ফলে আমাদের এডসেন্স একাউন্ট ও ক্ষতির মুখে পড়তে পারে। সে জন্য আমাদের যে কোন কন্টেন্টে কপিরাইট ফ্রী রিসোর্স ব্যবহার করতে হবে।
কপিরাইট কি?
কোন ধরনের কাজ কপিরাইটের অধীনে পড়ে?
অডিওভিজ্যুয়াল কাজ, যেমন টিভি শো, সিনেমা ও অনলাইন ভিডিও
সাউন্ড রেকর্ডিং ও মিউজিক কম্পোজিশন
লিখিত কাজ, যেমন ভাষণ, নিবন্ধ, বই ও মিউজিক কম্পোজিশন
ভিজ্যুয়াল কাজ, যেমন আঁকা ছবি, পোস্টার ও বিজ্ঞাপন
ভিডিও গেম ও কম্পিউটার সফ্টওয়্যার
নাটক ও অনুরূপ অন্যান্য উপস্থাপনা, যেমন নাটক ও গীতিনাট্য
আইডিয়া, বাস্তবিক তথ্য ও কোনও প্রক্রিয়া কপিরাইটের অধীনে পড়ে না। কপিরাইট আইন অনুযায়ী কোনও কাজ কপিরাইট সুরক্ষার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে, সেটি সৃজনশীল হতে হবে এবং বাস্তব মিডিয়ামে ধরা থাকতে হবে। শুধু নাম ও শীর্ষক কপিরাইট-সুরক্ষিত হতে পারে না।
আরো জানতে গুগলের এই লিংকে দেখুন।
তাহলে চলুন ইন্টারনেটে জনপ্রিয় কয়েকটি কপিরাইট ফ্রি বা রয়ালিটি ফ্রি মেজ,ভিডিও ক্লিপ,ভেক্টর,শেপ,পিএসডি,মোশন গ্রাফিক্স এলিমেন্ট সোর্স এর সাথে পরিচিত হই ।
১.পিক্সেল
পিক্সেল হলো কপিরাইট ফ্রি মিডিয়া ডাউনলোডের একটি লাইব্রেরী। পিক্সেলে 3.2 মিলিয়ন ইমেজ ও ভিডিও রয়েছে।পিক্সেল ২০১৪ সাল থেকে অনলাইনে আছে। পিক্সেল এর ফাইন্ডার সিইও জার্মানির Clifford Obrecht, Bruno Joseph ।যারা জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন সাইট canva এর মালিক । পিক্সেলে কি কি পাবেন ? যেমন :ইমেজ,ব্যাকগ্রাউন্ড ফটো,ভিডি ক্লিপ,পিএসডি ফাইল,মকাপ,লগু ইত্যাদি।
২.পিক্সাবে
পিক্সাবে ২.৬মিলিয়ন ফ্রি স্টক ফটো ও ভিডিও এর সংগ্রহশালা।Pixabay হল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য জনপ্রিয় কপিরাইট মুক্ত ছবি, ভিডিও এবং সঙ্গীত শেয়ার করে। সমস্ত বিষয়বস্তু Pixabay লাইসেন্সের অধীনে প্রকাশিত হয়, যা তাদের অনুমতি না চাওয়া বা শিল্পীকে ক্রেডিট না দিয়ে ব্যবহার করা নিরাপদ করে তোলে - এমনকি বাণিজ্যিক উদ্দেশ্যেও।
আপানি এখানে
Photos
Illustrations
Vectors
Videos
Music
Sound Effects ইত্যাদি ডাউনলোড করতে পারবেন।
3.মিক্সকিট
মিক্সকিট আরো একটি জনপ্রিয় রয়্যালিটি ফ্রি স্টোক ফটো ও ইমেজ ডাউনলোড সাইট।
Photos
Illustrations
Vectors
Videos
Music
Sound Effect
Presentation template
সহ অনেকে ধরণের মিডিয়া পেয়ে যাবেন।
৪.ভিডিভো
এতে রয়েছে ৩ লক্ষের অধিক ৪কে ভিডিও ফুটেজ , ইমেজ,আফটার ইফেক্টস টেম্পলেট সহ ১৮ লক্ষের অধিক মিডিয়া ফাইল।
5.কভারার
Coverr কপিরাইট মুক্ত ভিডিও অফার করে যা ওয়েবসাইটগুলির জন্য একটি সুন্দর ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়৷ একটি ভিডিও ডাউনলোড করার আগে, ওয়েবসাইট হেডারে ব্যবহার করার সময় সেই ভিডিওটি কেমন দেখাবে তা পরীক্ষা করার জন্য আপনি দেখে নিতে পারেন। আপনি চাইলে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারেন (mp4, webm, ogv ফরম্যাট), Coverr আপনাকে কোড স্নিপেট (html, css, javascript) আপনার ওয়েবসাইটে প্রয়োগ করতে সাহায্য করে।
৬.ভিডিজি
ভিডিজি হল রয়্যালিটি ফ্রি পার্সোনাল ও বানিজ্যিক ব্যবহারের জন্য একটি ৪কে ভিডিও লাইব্রেরী।
আপনি এখান থেকে মোশনগ্রাফিক্স এলিমেন্ট সহ যে কেোন ভিডিও সংগ্রহ করতে পারেন।
আজকে এ পর্যন্তই আমাদের সাথেই থাকুন আশা করি আনি ভালো কিছু পাবেন। লেখাটি যদি আপনার বিন্দু মাত্র কাজে আ তবে আশা করি পোষ্টটি শেয়ার করবেন । এবং নিয়মিত নতুন কিছু পেতে আমাদের সাইটটি ভিজিট করবেন।
আরো পড়ুন