হ্যাক হয়নি সময় টিভি! কি হয়েছিল সেদিন?

বাংলাদেশের একটা হ্যাকার গ্রুপের দাবি। বাংলাদেশের সংবাদ ভিক্তিক টিভি চ্যানেল সময় টিভি হ্যাক হয়নি। এখানে হ্যাক এর কৌশলে ইথেরিয়াম নামক একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান কে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে প্রমোট বা প্রচার করা হয়েছে।

হ্যাক হয়নি সময় টিভি।তবে কি হয়েছিল?
হ্যাক হয়নি সময় টিভি।তবে কি হয়েছিল?

হ্যাকার দাবি সময় টিভির এক কর্মকর্তা ইথেরিয়াম থেকে এই টাকা খেয়ে তাদের মার্কেটিং করেছে। আবার ১০ মিনিটে চ্যানেল উদ্ধারের নাটক করে সবাইকে বুঝ দিয়েছে। এটা সময় টিভির কর্তৃপক্ষও নাকি জানতেন না বা এখনো জানেন না।

হ্যাক হয়নি সময় টিভি।তবে কি হয়েছিল?
ইথেরিয়াম এর চ্যানেল
হ্যাক হয়নি সময় টিভি।তবে কি হয়েছিল?

এই পোস্ট দেখার পর আমি আবার ইউটিউবে যাই এবং সময় টিভি লিখে সার্চ দিয়ে একটু যাচাই করার চেষ্টা করি। সার্চ করে যা দেখলাম তা আমার কাছে রহস্যজনক মনে হলো।সময় টিভি নামে ১৭মিলিয়ন সাবস্ক্রাইবের চ্যানেলটি ইউটিউব ডেসক্রিপশনে দেয়া ২০১৫ সালে তৈরি করা যার ডেসটিনেশন দেয়া ইউএস আবার ইথেরিয়াম ২.০ নামের চ্যানেল যাতে সময় টিভির লোগো দেয়া এটার তৈরির সময় হল ২০১৭ সাল কিন্তু এর কান্ট্রি অফ ডেসটিনেশন দেয়া বাংলাদেশ। কন্টেন্ট সব সময় টিভির।

এর মানে কিন্তু অনেক কিছু এমনও হতে পারে সময় টিভি ইথেরিয়াম এর অর্থায়নে পরিচালিত অথবা ইথেরিয়াম তাদের কে মার্কেটিং পারপাস হয়ত প্রচুর পরিমানে অর্থ প্রদান করেছে। এর যে কোন একটির আশঙ্কা ফেলে দেয়া যায় না।
Post a Comment (0)
Previous Post Next Post