অনেক সময়
আমাদের জরুরি কোন
লেখা ছবি কিংবা
স্ক্রিনশট থেকে টেক্সট
ফরম্যাটে দরকার পড়ে।
আবার অনেক সময়
কোন ওয়েব সাইট
এর কোন গুরুত্বপূর্ণ
লেখাটা আমাদের দরকার
পড়ে কিন্ত সেই
সাইটে কপি অপশন
বন্ধ থাকার ফলে
আমরা তা কপি
করতে পারিনা।
এই সমস্যার
একটা সুন্দর সহজ
সমাধান দেব আজকে।তো
চলুন শুরু করা
যাক।
কিভাবে মোবাইল দিয়ে ছবি থেকে লেখা টেক্সট ফরম্যাটে রুপান্তর করা যায়?
আপনার মোবাইল
ফোন থেকে গুগল
প্লেটোরে গিয়ে এপটির
নাম লিখে সার্চ
করুন। নিচের
ছবির মত আইকনের
এপটি ডাউনলোড করুন।
এরপর এপে ডুকুন।নিচের
ছবির মত দেখবেন।
এখন আপনি চাইলে
যেকোন লেখা ছবি
তুলে টেক্সট করতে
পারবেন। অথবা
পাশের অপশনে ক্লিক
করে আপনার গ্যালারীতে
থাকা যেকোনো ছবি
অথবা স্ক্রিনশট সিলেক্ট
করে তার লেখা
টেক্সট আকারে রুপান্তর
করতে পারেন।
তবে এই এপে
আপনি দৈনিক ৪
বার ফ্রীতে কনভার্ট
করতে পারবেন।
এর বেশি করতে
চাইলে আপনাকে এর
প্রো ভার্সন ব্যবহার
করতে হবে।
কম্পিউটারে কিভাবে ছবি থেকে লেখা কপি করবেন
এখন আমরা দেখব কম্পিউটারে কিভাবে ছবি থেকে লেখা কপি করবেন এবং এবং তা যেকোন কাজে ব্যবহার করবেন।
অনেক গুলো পদ্ধতি ব্যবহার করে আপনি কম্পিউটারে ইমেজ থেকে লেখা কপি করতে পারবেন।
এর মধ্যে একটা হলো- গুগল ড্রাইভ ও গুগল ডক ব্যবহার করে।
এরজন্য প্রথমে আপনার ইমেজটি গুগল ডকে আপলোড দিবেন। আপলোড হয়ে গেলে এরপর পিকচারটি সিলেক্ট করে মাউছের রাইট বাটন ক্লিক করুন এরপর ওপেন উইথ থেকে গুগল ডক সিলেক্ট করুন এখন কিছুক্ষণ অপেক্ষা করুন এরপর দেখুন গুগল ডকে আপনার ছবিটি দেখাচ্ছে এর নিচে টেক্সট আকারে আপনার লেখা গুলো দেখাচ্ছে এখান থেকে লেখা গুলো নিয়ে যেখানে ইচ্ছে ব্যবহার করতে পারেন।
কম্পিউটারে ইমেজ থেকে টেক্সট রুপান্তর করার জন্য অনেক গুলো সাইট আছে নিচে কয়েকটা সাইট দেয়া হলো-
https://www.imagetotext. info/
https://www.ocr2edit. com/convert-to-txt
https://www.onlineocr.net/
https://www.prepostseo.com/image-to-textcr.net/
আশা করি এই সাইট গুলো নিয়ে আর বিস্তারিত লেখার দরকার নেই। সবাই ভালো থাকবেন।