রাশিয়া তাদের রিজিওনের গুগল একাউন্ট বাজেয়াপ্ত করে তাদের সব সম্পদ দখলে নিয়ে নিয়েছে।ফলে রাশিয়া রিজিওনে গুগল তাদের কর্মীদের বেতন ভাতা, তাদের ভেন্ডারদের পাওনা এবং বিভিন্ন খরচাদি পরিশোধ করতে পারছেনা।তাই রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করতে যাচ্ছে গুগল।তবে গুগল রাশিয়াতে তাদের ফ্রী সার্ভিস যেমন -সার্চ ইঞ্জিন, জিমেইল এবং ইউটিউব সেবা চালু রাখার স্বিদ্ধান্ত নিযেছে। এর আগে গুগল রাশিয়ায় তাদের বিজ্ঞাপন দেখা বন্ধ করেছিলো এবং বিশ্ব ব্যাপী রাশিয়ান ইউটিউব চ্যানেল ব্যান করে ছিল।
মুলত রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কড়া সমালোচনা করেছিল গুগল। যার ফলে রাশিয়া গুগলের সব সম্পত্তি দখলে নেয়।সূত্র:বার্তা সংস্থা রয়টার্স।