সংযুক্ত আরব আমিরাতের খলিফা ইউনিভার্সিটি স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২২.


প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর মেয়াদী) পিএইচডি (৪ বছর মেয়াদী)

খলিফা বিশ্ববিদ্যালয় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০২০ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিং অনুসারে এটি বিশ্বের ১৮১-তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে। খলিফা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পূর্ণ-সময়ের ভিত্তিতে স্নাতক প্রোগ্রামে নথিভুক্ত যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সমর্থন করার জন্য নিম্নলিখিত বৃত্তি প্রদান
করে। বিশ্ববিদ্যালয় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই প্রকাশিত বৃত্তি সুবিধা এবং শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
Khalifa University Scholarship 2022 getskillnow



খলিফা ইউনিভার্সিটি সংযুক্ত আরব আমিরাত সকল আগত শিক্ষার্থীদের উষ্ণ স্বাগত জানায়। প্রযুক্তি, শিক্ষাদান এবং গবেষণা খলিফা বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত শক্তি। কোন একাডেমিক ক্ষেত্রের সীমাবদ্ধতা নেই, তাই আপনি যেকোনো ক্ষেত্রে বৃত্তির জন্য আবেদন করতে পারেন। সারা বিশ্ব থেকে সমস্ত শিক্ষার্থী আন্তর্জাতিক বৃত্তির জন্য আবেদন করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের ছাত্র সহ জাতীয়তার
উপর ভিত্তি করে কোন বিধিনিষেধ নেই।

স্কলারশিপের আওতায় সুবিধাসমূহঃ
১. বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান।
২. বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও প্রবিধান অনুযায়ী খলিফা ইউনিভার্সিটি (ছাত্র ভিসা) দ্বারা স্পনসর করা শিক্ষার্থীদের জন্য মেডিকেল বীমা কভারেজ।
৩. অনুমোদন সাপেক্ষে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে যোগদানের জন্য সমর্থন।
৪. বিদেশী আন্তর্জাতিক ছাত্রদের জন্য ফ্লাইট সহায়তা।
৫. জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতি মাসে চার হাজার দিরহাম প্রদান করা হবে, যা প্রায় ১ লাখ বাংলাদেশী টাকা।

আবেদন করবার যোগ্যতাসমূহঃ
১. যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সে প্রোগ্রামের দেয়া
প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
২. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে মিডিয়াম অব ইন্সট্রাকশন অথবা, আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে।
৩. মাস্টার্স এ আবেদন করবার ক্ষেত্রে জিআরই স্কোর থাকলে
অগ্রাধিকার দেয়া হবে, কিন্তু পিএইচডি'র ক্ষেত্রে জিআরই স্কোর থাকা বাধ্যতামূলক।
৪. যাদের একাডেমিক সিজিপিএ ৩.০/৪.০ এর কম, তাদের আবেদন করবার দরকার নেই।

যে সকল বিষয়ে আবেদন করা যাবেঃ
1. Master of Science in Materials Science and Engineering
2. Master of Science in Chemical Engineering
3. Master of Science in Electrical and Computer Engineering
4. Master of Science in Information Security
5. Master of Science in Mechanical Engineering
6. Master of Science in Nuclear Engineering
7. Master of Science in Engineering Systems and
Management
8. Master of Science in Petroleum Engineering
9. Master of Science in Sustainable Critical Infrastructure
10. Master of Science in Water and Environmental
Engineering
11. Master of Science by Research in Engineering
12. Master of Engineering in Health, Safety, and
Environmental Engineering
13. Master of Science in Computing and Information Science
14. Master of Arts in International and Civil Security
15. Master of Science in Applied Chemistry
16. Master of Science in Petroleum Geoscience
17. Doctor of Philosophy in Petroleum Geoscience
18. Aerospace Engineering
19. Biomedical Engineering
20. Chemical Engineering
21. Civil Infrastructure and Environmental Engineering
22. Engineering Systems and Management.
23. Material Science and Engineering
24. Mechanical Engineering
25. Nuclear Engineering
26. Electrical and Computer Engineering
27. Petroleum Engineering
28. Robotics
29. Multidisciplinary Engineering
30. Doctor of Medicine (MD)

আবেদন করতে যা যা লাগবেঃ
১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
২. একাডেমিক পেপারস।
৩. আবেদনকারীর সিভি।
৪. স্টেটমেন্ট অব পারপাস।
৫. মিডিয়াম অব ইন্সট্রাকশন অথবা, আইএলটিএস।
৬. রেফারেন্স লেটার দুইটি।
৭. রিসার্চ প্রপোজাল (পিএইচডিতে আবেদনের জন্য)।
৮. অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে
প্রয়োজনীয় নির্দেশনা মেনে সরাসরি আবেদন করতে হবে।
এপ্লিকেশন ডেডলাইনঃ ২৩শে অক্টোবর, ২০২২।
নির্বাচিত প্রার্থীদের জানানো হবেঃ নভেম্বর, ২০২২।
ইউনিভার্সিটি লিঙ্কঃ Khalifa Universit
Post a Comment (0)
Previous Post Next Post